গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে শনিবার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি পালিয়ে যাওয়ার সময় আকবর আলী (৪৫) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃত ব্যক্তি হলো, রাজশাহী জেলার চার ঘাট উপজেলার রাউথা এলাকার সেকেন্দার আলীর ছেলে আকবর আলী(৪৫)। সে উপজেলার লতিফপুর এলাকায় ইউনূসের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বেকার জীবন কাটাচ্ছিল।
আরো পড়ুন: হিরো আলমকে উপহার দিলেন ডিবি প্রধান
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর শাখা অফিস ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি উপকেন্দ্র -৪ এর বাউন্ডারি ওয়াল টপকে দিনের বেলায় একদল চোর ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে একটি অটোরিক্সায় ভরে নিয়ে যেতে থাকে। এসময় উপকেন্দ্রে দায়িত্বরত লাইনম্যান শাহালম সিসি ক্যামেরায় দেখতে পেয়ে চোর বলে ধাওয়া করে ১ জনকে আটক করেন এবং সাথে থাকা চোরের আরো ৩ থেকে ৪ জন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়। ব্যাটারী চালিত একটি অটোরিকশা ও গ্রাউন্ডিং তামার তারসহ আকবর আলীকে পুলিশে সোপর্দ করা হয়।
আরো পড়ুন: শওকতের মাংশ পচে পোকা ধরেছে দুর্গন্ধে স্বজনরা ঘরে থাকতে পারেনা
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এজিএম নাজমুল হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।