“এই খানে এই বেলা সারাদিন” এই স্লোগানে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রতনপুর সেন্ট্রাল স্কুলে দিনব্যাপী বইমেলা, কুরআন তেলাওয়াত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কালিয়াকৈর কিন্ডার গার্ডেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কার্য নির্বাহী সভাপতি ও রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলামের সভাপতিত্বে বই মেলার র্কাযক্রম উদ্বোধন করা হয়। এসময় এলাকার বিভিন্ন স্কুলের সকল শির্ক্ষাথীরা, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয়রা বই মেলায় অংশ নেয়। প্রথমে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কুরআন তেলাওয়াত, দোয়া ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক রাকিব উল ইসলাম বলেন মহান স্বাধীনতা দিবসে নতুন প্রজন্মেও কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই বই মেলার আয়োজন। এছাড়া পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে সৃজনশীল বইয়ের কোন বিকল্প নেই।