
নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে। তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করতে হবে। আগামী দেশ গড়ার প্রত্যয়ে শিশু কিশোরদের সুস্বাস্থ্য রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরসিম। এ ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রতনপুর সেন্ট্রাল স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩ মার্চ) সকালে মৌচাক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদারের সভাপতিত্বে এ ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মৌচাক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড.হাবিবুল্লা বেলালী।
এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সমকাল প্রতিনিধি এম তুষারী, যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, কালের কন্ঠ প্রতিনিধি মাহবুব হাসান মেহেদি, র্পূব চান্দরা আর্দশ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুর রহমান, ধানসিঁড়ি পাবলি স্কুলের পরিচালক নুরুল ইসলাম, র্বোডমিল লাইফ কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন সহ স্কুলের সকল শিক্ষার্থীরা,শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। পরে দিনব্যাপি ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহন কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সহ মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।