
কিশোরগঞ্জের হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে চার বৃদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধূলিহর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ধূলিহর গ্রামের হারুনুর রশিদ (৭৫), ফারজুল মিয়া (৬০), হৃদয় (২৫), নতুন বাজার এলাকার আবু সাইদ (৫৭), চরহাজীপুর গ্রামের নাজমুল ইসলাম (৭০), কাইছমা গ্রামের সোবহান (৩১), ঢেকিয়া গ্রামের সেলিম (২৮)।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টার দিকে একটি লাল রঙের পাগলা কুকুর হঠাৎ একটি ছাগলকে কামড় দেয়। কিছুক্ষণের ভেতর একের পর এক মানুষকে কামড়িয়ে জখম করতে থাকে ৷ পরে আহতের উদ্ধার করে এলাকাবাসী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর পাঁচজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, এ ঘটনার পরপরই এলাকাবাসী লাঠিসোঠা নিয়ে কুকুরটিকে ধাওয়া শুরু করে। পরে ধূলিহর কুমারবাড়ীর নিকট কুকুরটিকে পিটিয়ে হত্যা করে তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক চিকিৎসা ও ভেকসিন দেওয়ার পর দু’জনকে বাড়িতে পাঠানো হয়েছে। বাকী পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।