গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রাম থেকে মঙ্গলবার রাতে পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে ২টি রাম দা, একটি সামুরাই, ২ টি চাপাতি ও বেশ কিছু রশি উদ্ধার করে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের রহম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা গ্রামের রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম (৩৪), একই উপজেলার আন্দারমানিক গ্রামের খালেক মৃধার ছেলে সবুজ মৃধা।
পুলিশ জানায়, গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রামে একটি জঙ্গলের পাশে অবস্থান নিয়ে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ ধাওয়া করে ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।