গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শুক্রবার রাতে বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল বাতেন।
কাশিমপুর হাইসিকিউরিসি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আব্দুল বাতেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার দেহে রিং পড়ানো ছিলো। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হলে আব্দুল বাতেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারা রক্ষীরা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বাতেনকে মৃত ঘোষণা করেন। আব্দুল বাতেন বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর থেকে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।