ফুটবল

গোড়ালি বাঁকা হয়ে ‘ভয়াবহ’ চোট নেইমারের, দিলেন আবেগঘন বার্তা

দ্বিতীয়বার দেখার মতো দৃশ্য নয়। যেভাবে বাঁকা হয়ে গেলো গোড়ালি, ভালো করে লক্ষ্য করলে যে কারো গা শিউরে উঠবে। পিএসজি সুপারস্টার নেইমার গোড়ালির চোটে পড়েছেন রোববার লিলের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে খেলতে গিয়ে।

লিলের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ মুহূর্তে লিওনেল মেসির গোলে জিতেছে পিএসজি। নেইমারও পেয়েছেন গোল। তবে দলের সঙ্গে হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি।

৪৮ মিনিটে প্রতিপক্ষ দলের একজন ফুটবলারের চ্যালেঞ্জের মুখে পায়ের গোড়ালি একদম বাঁকা হয়ে যায় নেইমারের। যদিও চ্যালেঞ্জটা ততটা মারাত্মক ছিল না, কিন্তু নেইমার গোড়ালি ঠিকভাবে মাটিতে রাখতে পারেননি।

May be an image of one or more people, tattoo, indoor and text that says 'neymarjr 3m Again and again ന'

পায়ের গোড়ালি এভাবে মচকে যাওয়ার পরও উঠে দাঁড়িয়েছিলেন নেইমার। চেয়েছিলেন খেলতে। কিন্তু ঠিকভাবে পা ফেলতেই পারছিলেন না। ফলে স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

ব্রাজিলিয়ান সুপারস্টারের সর্বশেষ অবস্থা কী? পিএসজি জানিয়েছে, নেইমারের ডানপায়ের গোড়ালি মচকে গেছে। তবে এমআরআই রিপোর্টে হাড়ে চিড় ধরা পড়েনি।

নেইমার কবে মাঠে ফিরতে পারবেন কিংবা চোটের সার্বিক অবস্থা এখনও পরিষ্কার নয়। ক্লাব জানিয়েছে, তার লিগামেন্টের কী অবস্থা, সেটা ৪৮ ঘণ্টা পর পুনরায় পরীক্ষা করা হবে।

এদিকে নেইমার নিজে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিন শব্দের আবেগী এক বার্তা দিয়েছেন। চোটগ্রস্থ অ্যাঙ্কেলের ছবির সঙ্গে কান্নার ইমোজি জুড়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’ (বারবার)।

বারবার অ্যাঙ্কেলের চোটটা ভোগাচ্ছে নেইমাররকে। ২০২১ সালের নভেম্বরে চোট পাওয়ার পর থেকে গত মৌসুমে ১২টি ম্যাচ মিস করেছেন এই তারকা ফরোয়ার্ড।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker