আসন্ন এলেঙ্গা পৌরসভা নির্বাচন ২নং ওয়ার্ডে প্রতিটি গ্রামে, চা দোকানে চষে ভেড়াচ্ছেন সুমন প্রামানিক। প্রতি বাড়ি বাড়ি সকালের দোয়া প্রার্থনা করছেন কালিহাতি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সুমন প্রামনিক। তাতে ২নং ওয়ার্ড ভোটারদের ও যুবকদের একটি নাম সুমন প্রামানিক। কাউন্সিলর প্রার্থী সুমন প্রামানিক বলেন আমি নির্বাচিত হলে ২নং ওয়ার্ড সুন্দর ভাবে সাজাবো, মাদক, দুর্নীতি, ঘুষ মুক্ত ২নং ওয়ার্ড সাজাবো।
তিনি এর আগে বিভিন্ন মসজিদ ও মন্দির ও যুবকদের খেলোধুলার সরন্জাম দিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।