গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোটমিল এলাকা থেকে আদরী বেগম (২৫) নামের নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌচাক পুলিশ।
নিহত ঐ নারী স্থানীয় লিডা ফ্যাশন নামক পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী বেকারি সেলসম্যান হিসেবে কাজ করে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব চান্দরা এলাকার জুয়েল হাওলাদার বাসার ভাড়াটিয়া র কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। নিহত ঐ নারী পাবনা জেলার সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকার মনির হোসেন এর স্ত্রী ও একই এলাকার জয়নাল হোসেনের মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় দের বছর আগে মনির হোসেন সাথে প্রেম করে পরিবারের অমতে বিয়ে করে স্বামীকে নিয়ে জুয়েল এর বাসায় ভাড়া থাকে। প্রতিদিনের ন্যায় নিহতের স্বামী ভোরে কাজে চলে গেলে সকাল দশটার দিকে বাসায় এসে দেখে দরজা বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোন প্রকার সারা শব্দ না পেয়ে জানালা খুলে দেখে তার স্ত্রী ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে বাসার অন্যান্য ভাড়াটিয়াদের বিষয়টা জানিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে অন্য স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে মৌচাক ফাঁরি পুলিশ। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মৌচাক ফারির ইনচার্জ সাইফুল ইসলাম তিনি আরো বলেন লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।