শুভ কাজে সবার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় সাংবাদিক কার্যালয়ের হলরুমে কালিয়াকৈর উপজেলা শুভসংঘের কমিটি গঠন উপলক্ষে আলোচসা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালের কন্ঠের কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা,সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, মোঃ ইউসুফ সিকদার, আজাহার পাঠান, সালাউদ্দিন সৈকত,বেনজির আহম্মেদ রাজন প্রমুখ। পরে সালাহ উদ্দিন সৈকতকে সভাপতি বেনজির আহম্মেদ রাজনকে সাধারন সম্পাদক এবং ইকবাল হোসেন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা শুভসংঘের কমিটি গঠন করা ।
Subscribe
Login
0 Comments
Oldest