মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি বলেছেন আগামী জানুয়ারি মাসের ১ তারিখে সারা দেশে ৪৪ কোটি বই দেওয়া হবে। তিনি আরও বলেন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সকলের পক্ষ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়া হবে তিনি বুধবার দুপুরে গাজীপরের কালিয়াকৈর উপজেলার হল রুমে চেক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় অনুষ্ঠানে ৫৬টি পরিবারের মধ্যে ৫৬ লক্ষ ১৯ হাজার টাকার চেক, ৪ হাজার ৯শ জনকে কম্বল, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারে মধ্যে ২২হাজার ৫০০ টাকার চেক, দুর্ঘটনা নিহত পাঁচ ব্যক্তির পরিবারের মধ্যে ১লক্ষ টাকার চেক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উৎসব-২০২২ উদযাপন উপলক্ষে ২৪টি গির্জায় ১২ মেট্রিক টন চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলায় চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস অধ্যাপিক জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আরা পোষণসহ বিভিন্ন কর্মকর্তারা।