ফুটবল
Mission 90 News
Send an email
ডিসেম্বর ১৮, ২০২২সর্বশেষ আপডেট ডিসেম্বর ১৮, ২০২২
ঈগলের ভবিষ্যদ্বাণী, হাসবে আর্জেন্টিনা
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
২০১০ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল অক্টোপাস পল। বিশ্বকাপে নিক্ষুত সব ভবিষ্যদ্বাণী করেছিল এই প্রানীটি। বিশ্বকাপের ফাইনালে বিজয়ীর নামটিও বলেছিল আগেই।
এরপর থেকেই বিশ্বকাপে ম্যাচের পূর্বে ভবিষ্যদ্বাণী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কখনওই অক্টোপাস পলের মত আর কেউই নিক্ষুত ভবিষ্যদ্বাণী করতে পারেনি।
কিন্তু তাতে কি? থেমে নেই এবারও সেই ভবিষ্যদ্বাণী করা। ফাইনালের আগে তাই ভবিষ্যদ্বাণী চলছেই প্রানীদের নিয়ে। তেমনি একটি প্রানী হচ্ছে ঈগল কিনা ভবিষ্যদ্বাণী করেছে ম্যাচ নিয়ে।
কাতার বিশ্বকাপের এবারের আসরে ফাইনালে উঠেছে ল্যাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। আগামীকাল রাত ৯টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
সম্পর্কিত সংবাদ
-
নাটকীয় ম্যাচে তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশজুলাই ১৩, ২০২৫