কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ৫ম ম্যাচে এসে প্রথম অতিরিক্ত সময়ের খেলা দেখতে পারবে ফুটবল ভক্তরা। এর আগে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ৪ ম্যাচে ফল এসেছে নির্ধারিত সময়ের মধ্যে।
তবে কাতারের আল জানোব স্টেডিয়ামে ফল পেতে জাপান এবং ক্রোয়েশিয়া দুই দলকেই খেলতে হবে অতিরিক্ত সময়ের আরও ৩০ মিনিট। কারণ, নির্ধারিত সময়ের ৯০ মিনিটে দুই দল ১-১ গোলের সমতায় শেষ করেছে।
কাতারের আল জানোব স্টেডিয়ামে জাপান এবং ক্রোয়েশিয়া দুই দলের কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। যদিও আক্রমণ, বল দখল এমনকি ফাউল সবকিছুতেই নির্ধারিত সময়ের ৯০ মিনিটে এগিয়ে ছিল ক্রোয়েটরাই।
লুকা মদ্রিচের দল ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট ১২টি আক্রমণ করে। যেখানে ৩টি শট গোলমুখে রেখে মাত্র ১টি গোল আদায় করতে পেরেছে দলটি। তাও প্রথমার্ধে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে এসে গোলটি আদায় করে নিয়েছে দলটি।
ক্রোয়েটদের পক্ষে গোল করেন ইভান পেরিসিচ, খেলার ৫৫তম মিনিটে। অন্যদিকে জাপানিজরা গোল পায় প্রথমার্ধেই। খেলার ৪৩তম মিনিটে এশিয়ানদের এগিয়ে দেন স্ট্রাইকার ডায়জেন মায়েদা।