বিথী লাইফ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় বোর্ডমিল লাইফ কেয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শনিবার (২৬নভেম্বর) দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই বিথী মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বেসরকারি ১৩ টি স্কুলের ২ সিপ্টে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৪০৬ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সময় বোর্ডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজ ও বিথী লাইফ কেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ফজলুল হক জানান শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম অবস্থায় প্রায় ৬৫০০০ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে।এই ফাউন্ডেশনের প্রথম আয়োজন এবং প্রতিবছর এ আয়োজন অব্যহত থাকবে।
তিনি আরো জানান অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ৩০ কার্য দিবসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।