শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে কালিয়াকৈর অন্ত: উপজেলা স্কুল বিতর্ক চুরান্ত প্রতিযোগিতায় ট্যালেন্টপুল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ান হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ট্যালেন্টপুল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন হোসেন এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান,অত্র অনুষ্ঠানে উদ্বোধনীয় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কবি এম তুষারী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন- মৌচাক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ মামুন, প্রফেসর আমিনুল ইসলাম, হারুন অর রশিদসহ প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন- সরকারী স্কুলের পাশাপাশি প্রাইভেট স্কুল গুলো শিক্ষার মানোন্নয়নে অনেক এগিয়ে তাই আমরাও যে পারি তা এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে প্রমানিত হয়েছে। এ সময় তিনি বিতর্ক প্রতিযোগিতায় ট্যানেল্টপুল স্কুলের শিক্ষার্থীদের ও শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানান।