গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় লিংটেক্স নামক তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে চার পোষাক শ্রমিক আহতের ঘটনা ঘটেছে সকাল সারে দশটার দিকে এ কারখানার তিন তলায় সুইং সেকশনে এ ঘটনা ঘটে।এসময় পাঁচ টি মেশিনে আগুন ধরে যায়।
এতে তিন নারী শ্রমিক ও একজন পুরুষ শ্রমিক আহত হয়। অপরদিকে আহতদের উদ্ধার করে সফিপুর বাজার তানহা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন, সুফিয়া আক্তার (২৭) সানজিদা বেগম ( ২৫) ইসমত আরা(২২) রেজাউল করিম (৩০)এরা চারজন সুইং অপারেটর।
এ ঘটনায় কারখানার এ পি এম নজরুল ইসলাম বিদ্যুৎ শটসার্কিটের বিষয়টি অস্বীকার করে বলেন তারা হটাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যান পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।