বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠানিক ক্যাটাগরিতে পদক ২০২২ এ দৈনিক যুগান্তর প্রথম স্থান অধিকার ও পদক পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম এর সৌজন্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম সামশুজ্জামান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক কবি এম তুষারী সহ প্রেসক্লাবের সকল সদস্য ও প্রসাশনিক কর্মকর্তারা। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।