“শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থা রুপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষক দিবস উপলক্ষে এক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।