বিনোদন

সন্তানকে সঠিক সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব : আসিফ

সন্তানকে সঠিক সময়ে বিয়ে করানো অভিভাভবকের দায়িত্ব বলে মনে করেন গায়ক আসিফ আকবর। নিজের ফেসবুক হ্যান্ডেলে এ মত প্রকাশ করেছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত গায়ক। সম্প্রতি ছেলের বিয়ে দিয়েছেন। এর পরেই তিনি মন্তব্য করলেন।

আসিফ বলেন, ‘আমি বিয়ে করেছি ১৯ বছর তিন মাস বয়সে। বলা যায় বেগমের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতেই সেই প্রেশার কুকার গিলে ফেলা। জীবনের বাঁকে বাঁকে ঠোক্কর খেয়েও আমাদের সংসার টিকে আছে এবং কলেবর বাড়ছেই―আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলের বয়স ২২ হওয়া মাত্রই তাদের পেছনে আঠার মতো লেগে আছি বিয়ে করানোর জন্য। তাই রণ’র সম্মতি পাওয়া মাত্রই আর কালক্ষেপণ করিনি। ২৬ বছরে আমাদের রণ এখন গর্বিত বিবাহিত পুরুষ। ’

কোনোভাবেই ছাব্বিশের পরে যাওয়া উচিত না উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘জীবনকে খুব কাছে থেকে নিরীক্ষণ করার সৌভাগ্য হয়েছে আমার। পড়াশোনা শেষ, তারপর চাকরি পেলে ছেলের বিয়ে দেওয়া মার্কা ফর্মুলায় আমি নেই। গ্র্যাজুয়েশনের পরপরই বিয়ে দেওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। এর একটু আগেও হতে পারে, তবে কোনোভাবেই ছাব্বিশের পরে যাওয়া উচিত না। নতুন মুখ এলে এমনিতেই পরিবারে আনন্দ আসে, একঘেয়েমি কেটে যায়। ছেলে প্রতিষ্ঠিত হলে নিজের জায়গায় চলে যাবে, তার আগেই জীবনের যতটুকু নির্যাস নেওয়া যায় সেটাই আনন্দ। দায়িত্বশীলতা আসে সন্তানের চিন্তাজগতে। পরিবার থেকে পাওয়া সহযোগিতাগুলো সে মনে রাখে, নিজের ব্যস্ত সময়ের মধ্যেও পরিবারের সদস্যদের আগলে রাখার চেষ্টা করে। ’

ছেলে-মেয়েদের সঠিক সময়ে বিয়ে দেওয়ার পরামর্শ জানিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, ‘সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব। অজুহাত বাদ দিয়ে সাহস করে এগিয়ে এলে উপায়ও বেরিয়ে আসবে। যে ঝুঁকি নেয় না তার সুখী হওয়ারও কোনো কারণ থাকা উচিত নয়। জীবনটা উপভোগের, ক্যালকুলেটর নয়। সংসারে বউ এলে সময়গুলো রঙিন হয়, মানিয়ে নেওয়ার জন্য সময় পাওয়া যায়। আমি বাল্যবিয়ে করলেও রণ’র বিয়ে পারফেক্ট সময়েই হয়েছে, আর দুটো বছর আগে হলে আরো ভালো হতো। সন্তানদের ঘরমুখী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হিসেবে তৈরি করতে সঠিক সময়ে বিয়ে করানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বিয়ে নিয়ে এখনো ইতস্ততবোধে আছেন যারা, তারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমি একজন সফল সংসারী মানুষ, সেই অ্যাঙ্গেল থেকে ফ্রি টিপস দিলাম। স্মার্ট গার্ডিয়ান হউন, সঠিক কাজটি করুন। ভালোবাসা অবিরাম। ’

গত ৩ অক্টোবর রাজধানী অফিসার ক্লাবে আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ ও ইসমত শেহরীন ঈশিতার বিয়ে সম্পন্ন হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker