মঙ্গলবার সকালে টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন, এই খবর ছড়িয়ে
পড়ার পরেই জিনস আর টি শার্ট পরা কোয়েলের ছবি ঘুরতে শুরু করে। এই ছবিতে দেখা যায় তিনি একটি শিশুকে কোলে নিয়ে আছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় কোয়েলের সদ্যোজাত সন্তানের ছবি হিসেবে ভাইরাল হয়ে যায়। আসলে এই শিশু কোয়েলের বান্ধবীর সন্তান।
কোয়েলের ভক্তরা বুঝতে পারেন না, জিনস আর টি শার্ট পরে কোয়েল তার সদ্যোজাত সন্তানকে নিয়ে কেমন করে ছবি দিলেন? সব জল্পনার অবসান ঘটিয়ে বেশ কিছুক্ষণ পরেই কোয়েল সোশ্যাল মিডিয়ার অ্যকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন।
সেখানে দেখা যায়, কোয়েল হাসপাতালের পোশাকে, পাশে তার সদ্যোজাত সন্তান আর স্বামী। নাম না জানিয়ে কোয়েল লেখেন, আমাদের ছোট্ট সোনা আজ সকালে এসেছে! আমরা এই খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই এবং চাই আমাদের ছেলেকে আপনার আশীর্বাদ করুন।
আপাতত সদ্যোজাতকে নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কোয়েল। মা এবং সন্তান, দু’জনেই সুস্থ রয়েছেন। তবে সংক্রমণের আশঙ্কায় কোয়েলের স্বামী রানে ছাড়া আর কাউকে সেই হাসপাতালে আপাতত ঢুকতে দেয়া হয়নি।
ফেব্রুয়ারি মাসে নিজের বিবাহবার্ষিকীর দিনই ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল নিজের মা হওয়ার খবর জানিয়েছিলেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল লিখেছিলেন, এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে। নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে।
২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল। তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন। অভিনেত্রী বলে কথা, তাই তো পরপর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের। ফিরে এসেও বক্স অফিসে হিট। তবে এবার জীবন নতুন দিকে টার্ন। রূপালি পর্দায় নয়, নায়িকা বাস্তব জীবনে হলেন সন্তানের মা।