কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক তরুণী।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে তাসফিয়া (১১)। আহত ব্যক্তি ওই একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে দিল কায়েস (১৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।