নারী এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ৭০ রানে বাংলাদেশকে থামিয়ে এক উইকেটের বিনিময়ে জিতে গেছে গত আসরের তৃতীয় দলটি।
সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান।
ব্যাট করতে নেমে ৫০ রান না করতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। ৪৮ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে তারা। এরপর সালমা খাতুন ইনিংস সেরা ২৪ রান করে কোনোভাবে দলীয় স্কোর সত্তরের ঘরে নেন।
লতা ও জ্যোতির পর ১৬তম ওভারে তুবা হাসানকে ক্যাচ দিয়ে ওমাইমা সোহেলের শিকার হলেন সোবহানা মোস্তারি। আট বল খেলে দুই রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন তিনি।
এরপর সপ্তম উইকেট হারায় বাংলাদেশ ৫৮ রানে, সালমা দ্বিতীয় রান নিতে গেলে রিতু মনি রান আউট হন। ১৮তম ওভারের তৃতীয় বলে এই উইকেট যাওয়ার পর নামে বৃষ্টি, তাতে প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়।
অবশ্য খেলা শুরু হতেই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। নাহিদা আক্তার হন রান আউট। সালমা অপরাজিত ছিলেন ২৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই পাকিস্তান তুলে নেন বিনা উইকেটে ৪০ রান। যে নাহিদা-সালমার বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা চুপষে যায়, তাদের বিপক্ষেই কিনা পাকিস্তানের দুই ওপেনার অবলিলায় ব্যাটিং করলেন। মুনিবা আলী ও সিদ্রা আমিন মিলে ৪৯ রানের জুটি গড়েন।
সালমার বলে ১৯ বলে ১৪ রান করে মুনিবা উইকেট কিপার শামীমার তালুবন্দি হন। বাকি পথটুকু বিশমাহ মারুফকে নিয়ে সহজেই পেরিয়ে যান সিদ্রা আমিন। ৩৫ বলে ৪ চারে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনিবা। বিসমাহ ২০ বলে ১২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা (উইকেটকিপার), নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সোবহান মোস্তারি, সোহেলী আখতার, সানজিদা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনীবা আলী (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।