গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তিন শতাধিক কেজি স্কুল প্রধানদের নিয়ে রোববার সকালে উপজেলা হল রুমে কোভিট-১৯ শিশুদের টিকাদান কর্মসূচী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকতার রমিতা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ভাচুর্য়াল বক্তৃতা করেন, উপজেলা নিবার্হী কর্মকতার্ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকতার্ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকতার্ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকতার্ আলমগীর হোসাইন, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারী, মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মামুন, প্রধান শিক্ষক রাকিব উল ইসলাম,শিক্ষক, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, আজহারুল ইসলাম লিখন প্রমুখ।
মত বিনিময় সভায় আগামী ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম, ও কেজি স্কুলের পাঠদানের মান উন্নয়নে গুরুত্বপূণ বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।