টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর বুড়িতন (৬৫) ও ভূঞাপুর উপজেলা জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর বুড়িতন (৬৫) বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে বলধী জোয়ার্দার বাড়ির আনছের আলীর স্ত্রী।
জানাগেছে, উপজেলার পাছচারান-বলধী সড়কের কুটুরিয়া সেতুর সংলগ্ন একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর স্থানীয়রা।পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি গত দুইদিন ধরে নিখোঁজ হওয়া বলধী গ্রামের আলীর স্ত্রী বুড়িতন (৬৫) এর বলে শনাক্ত করেন তাঁর বড় মেয়ে রাবেয়াসহ পাঁচ মেয়ে।
নিহতের বড় মেয়ে রাবেয়া জানান, দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল তার মা বুড়িতন। গত রোববার সকাল থেকে তার মা নিখোঁজ ছিলেন। অনেক খোজা খোজির পর তাকে পাওয়া যায়নি। ডোবায় লাশ ভেসে আছে শুনে, এসে দেখে এটা তার মায়ের লাশ।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী পাড়া থেকে মঙ্গলবার সকালে জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি লিখে না দেওয়ায় পুত্রবধূ আম্বিয়া বেগম(৩৫) তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেছেন তার ভাই খোকন। জহুরা বেগম ওই গ্রামের বেলায়েত হোসেন তালুকদারের স্ত্রী।
জানাগেছে, কাগমারী পাড়ার বেলায়েত হোসেন তালুকদার দুই মেয়ে ও এক ছেলের জনক। দুই মেয়েকে ভিন্ন স্থানে বিয়ে দিয়েছেন।একমাত্র ছেলে আব্দুল মান্নান কাতার প্রবাসী। বেলায়েত হোসেন তালুকদার প্রায় ৭ বিঘা সম্পত্তির মালিক। পুত্রবধূ আম্বিয়া বেগম শশুরের ওই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। শশুর কিছুটা রাজি হলেও বৃদ্ধা জহুরা বেগম বাধা দেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে বেলায়েত হোসেন তালুকদার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি জহুরা বেগমকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
নিহতের ছোট ভাই খোকন মিয়া, বড় মেয়ের জামাতা আব্দুল লতিফ, শফিকুল ইসলাম সহ প্রতিবেশিরা দাবি করেন- জমি লিখে দিতে বাধা দেওয়ায় পুত্রবধূ আম্বিয়া বেগম অত্যাচার-নির্যাতন চালিয়ে জহুরা বেগমকে হত্যা করেছে।
অলোয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার জানান, জমির বিষয় নিয়ে জহুরা বেগমকে তার পুত্রবধূ আম্বিয়া বেগম মাঝে মাধ্যেই শারীরিক নির্যাতন করতো।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্বজনরা স্ব-উদ্যোগে জহুরা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।