চিরনিদ্রায় শায়িত হলেন কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম (৫৮)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে বর্তমানে লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। শুক্রবার বাদ আসর শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণীপেশার বিপুল সংখ্যক লোক তার জানাযায় অংশ নেন।
এর আগে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,মরহুমে দীর্ঘবছরের আইনজীবী সহকর্মী টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মরহুমের আকুর টাকুর পাড়া বাসায় এক নজর দেখার জন্য ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।