জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকায় ইজিবাইক উল্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শাহজাহান পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ইজিবাইক চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝালুপাড়া এলাকায় পৌঁছলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে উল্টে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী জানান,অটোরিকশা উল্টে চালক গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানোর সময় সে মারা যায়।
এ-ব্যাপারে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শাজাহান মিয়া নামে এক চালক মারা গেছে। পরিবারের একমাত্র উপার্জন কারিকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেলো।