আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে সালমা-নিগারদের প্রতিপক্ষ হবে অপর গ্রুপের রানার্সআপ দলটি।
বুধবার (২১ সেপ্টেম্বর) আবু ধাবিতে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে তারা করেছিল ২৫৫ রান।
অপরদিকে পুরো ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে মার্কিনী মেয়েরা করতে পারে ১০৩ রান।
৫৫ রানের সহজ জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করেছে মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খেলেন শেষ বল পর্যন্ত। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৯টি চার।
ছয় চার ও এক ছয়ে ৪০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন নিগার। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ পায় বড় পুঁজি।
যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা ৭১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। সালমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।
২৩ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ বি গ্রুপের গ্রুপ রানার্সআপ। কাগজে-কলমে যেটি হওয়ার সম্ভাবনা আছে তিন দলের—জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
টুর্নামেন্টের ফাইনালে খেলা দুটি দল সুযোগ পাবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে।