‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। অভিনয়ের মাধ্যমেই পেয়েছেন তারকাখ্যাতি। মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করে সারা বিশ্বের কাছে পৌঁছে গেছেন তিনি। গড়ে তুলেছেন অগনিত ভক্ত। তবে সেই ভক্তদের জন্য দুঃসবাদ।
হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। হলিউডে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শুটিং টিমের একটি সূত্র থেকে আরও জানা যায়, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এ সময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট। তবে আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম-ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।