টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে ভালো পারফরমেন্স করতে ইতিবাচক পরিকল্পনায় আছে টাইগাররা। নিকট ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট ম্যাচ না থাকলেও নিজেকে প্রস্তুত রাখতে নিয়মিত অনুশীলন করছেন। জানিয়েছেন টাইগারদের টেস্ট ওপেনার সাইফ হাসান। অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় কেবল টি-টোয়েন্টি ফরমেটেই নয়, অন্য ফরমেটেও আত্মবিশ্বাস বাড়াবে, বিশ্বাস সাইফের।
ভারতের বিপক্ষে দুই টেস্টেই নাস্তানাবুদ হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে সূচনা হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানে দুই দফায় দুই টেস্ট খেলার কথা থাকলেও খেলা হয়েছে কেবল একটা। সেটাতেও হারের তেতো স্বাদ। করোনাগর্ভে বিলীন অজি আর কিউইদের বিপক্ষের সিরিজ দুটি।
ঘরের মাটিতে আনকোরা উইন্ডিজদের কাছেও হোয়াইটওয়াশ। শঙ্কা জাগে শূন্য হাতে ইতিহাসের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করার। তবে লঙ্কানদের ডেরায় প্রথম টেস্ট ড্র করে সে লজ্জা এড়ায় লাল-সবুজরা। যদিও পরের ম্যাচটায় আবারও হারের বৃত্তেই ঢুকে পড়েন তামিম-মুশফিকরা। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে ৬ হার আর একটা ড্র। ২০ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই ইতিহাসের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ আসর শেষ হয় বাংলাদেশের।
নতুন আসরে চিত্রটা বদলাতে চায় বাংলাদেশ। দলের মনোভাব ইতিবাচক। পরিকল্পনাও শুরু করেছে ম্যানেজমেন্ট।
টেস্ট দলের ওপেনার সাইফ হাসান বলেন,
‘ভালো প্লানিং হচ্ছে টিমের। আমরা ভালো উন্নতি করছি মনে করছি। সামনে সবকিছুই ভালো হবে মনে হচ্ছে। খেলোয়াড়দের কাজ সবসময় প্রস্তুত থাকা। কিছুদিন পর ক্যাম্প আছে, আশা করছি এটাই ভালো সুযোগ আমাদের।’
সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে যাত্রা শুরু করবে বাংলাদেশ। মাঝের লম্বা সময়টায় লাল বলের কোনো ম্যাচ নেই মুমিনুলদের দলের। তারপরও ব্যক্তিগত সমস্যাগুলো কাটিয়ে নিজেদের প্রস্তুত রাখতে মাঠে নেমে পড়েছেন টেস্ট স্পেশালিস্টরা।
অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্য জয় টাইগারদের। ব্যাট হাতে কাছের বন্ধুদের পারফরম্যান্সে মুগ্ধ সাইফ। শর্টার ফরম্যাটের আত্মবিশ্বাসটা লংগার ভার্সনেও কাজে আসবে বিশ্বাস এই ওপেনারের।
সাইফ আরও জানান, আফিফ-নাঈমরা গেল সিরিজগুলোতে ভালো করছে। সামনে টেস্টেও ভালো করবে তারা আশা করি।
সোমবার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া ক্যাম্প শেষে ২১ তারিখ চট্টগ্রামে এইচপি দলের সঙ্গে যোগ দেবেন সাইফ-সাদমানরা।