তথ্য ও প্রযুক্তি

ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার

সাধারণত জিমেইল ব্যবহার করে নতুন ইমেইল পেতে, ইনবক্সে থাকা মেইল চেক করতে বা মেসেজের রিপ্লাই করতে ইন্টারনেটের প্রয়োজন হয়। তবে হঠাৎ করেই কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয় অনেকের।

কিন্তু জিমেইলের এই স্পেশাল ফিচারের বদৌলতে ইন্টারনেটের সাহায্য ছাড়াই জিমেইলের কিছু ফিচার ব্যবহার করা যাবে। জিমেইল অফলাইন মোড দ্বারা ইনবক্স চেক করা যাবে, আনরিড ইমেইল ওপেন করা যাবে ও নতুন ইমেইলও লেখা যাবে।

সেক্ষেত্রে নতুন ই-মেইল সঙ্গে সঙ্গে প্রাপকের ঠিকানায় যাবে না। কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট-সংযোগ চালু হলেই অফলাইনে পাঠানো ই-মেইল নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে প্রথমে https://mail. google. com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে। এবার Enable offline mail অপশনের পাশে টিক চিহ্ন দিতে হবে। এখানে After logging out of my Google account–এর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে। তাহলেই ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন।

জিমেইল অফলাইন ফিচার বন্ধ করতে চাইলে https://mail. google. com/mail/u/0/#settings/offline ঠিকানায় থেকে Remove offline data from my computer নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker