গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পদানদির নিয়ে কালিয়াকৈর উপজেলা নন এমপিও স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের আবার কমিটি গঠন করা হয়। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায়, সফিপুর আইডিয়াল পাবলিক ইস্কুলের অফিস কক্ষে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান। জরুরি সভায় বক্তৃতা করেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।পরে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নিম্নর কমিটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটি পরিচিতিঃ
- **আহবায়ক, জনাব মো: হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- **যুগ্ম আহবায়ক, জনাব নূর মোহাম্মদ মামুন, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল
- **সদস্য সচিব, জনাব এম তুষারী, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল
- **সদস্য, জনাব মো: আনোয়ার আজাদ, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, জিনিয়াস মডেল স্কুল
- *সদস্য, জনাব মো: মফিজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জেনিথ পি এল কেজি এন্ড হাই স্কুল।
এই কমিটির আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়।