জামালপুরের সরিষাবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পঞ্চাশী এলাকার ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে রাতের বেলায় মাদক কেনাবেচা চলে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে পঞ্চাশী মধ্যপাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে আছর আলী (৫২) ও একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রাঙ্গা মিয়াকে (৪৬) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, মঙ্গলবার রাতে পঞ্চাশী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।