কালিয়াকৈরে আন্তঃ উপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগাজীপুরের কালিয়াকৈর উপজেলা হল রুমে মঙ্গলবার দুপুরে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নিবার্হী কর্মকতার্ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ মশিউর রহমান, ইন্সটাক্টর শাহিনুর আক্তার প্রমুখ।
বার্ষিক বিতর্ক প্রতিযোগীতায় ট্যানেল্টপুল স্কুল এন্ড কলেজ, বেগম সুফিয়া মডেল হাইস্কুল, আক্কেল আলী উচ্চ বিদ্যালয় ও গোসাত্রা ডা: জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় ট্যানেল্টপুল স্কুল এন্ড কলেজ ও বেগম সুফিয়া মডেল হাইস্কুল ফাইনালে উত্তীর্ণ হয়। প্রতিযোগীতায় দলনেতা হিসেবে মনোনিত হয় ট্যালেন্টপুল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজহা সুলতানা।