কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়নের দক্ষিণ চরহাজীপুর মাঝি বাড়ী গ্রামের এক অসহায় অনাহারী পরিবারের মুখে হাসি ফুটাল” হাজীবাড়ী প্রবাসী সঙ্গ”।
“তেলা মাথায় তেল নয়,মানবতা করবো জয়” এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দূর্বার হাজীবাড়ী প্রবাসী সঙ্গ।
তারা সাংবাদিক মাহফুজ রাজার একটা ফেজবুক পোস্টে জানতে পারে উপজেলার জিনারী ইউনিয়নের কোনএক পরিবার খুব কষ্টে আছে।পরে তারা সাংবাদিক মাহফুজ রাজা’র সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারে।
জরাজীর্ণ ভাঙ্গা কুঁড়েঘরে বসবাস করে একটি পরিবার। অভাবের তাড়নায় প্রচন্ড কষ্টে দিনাতিপাত করতেছে।অসুস্থতায় কাতরাচ্ছে, দুদিন থেকে ঘরে খাবার নেই,শুধু পানি খেয়ে কোনোমতে দিন পার করে।আত্ন সম্মানবোধের কারনে কারো কাছে হাত পাততে পারেনা।
সাংবাদিক মাহফুজ রাজা বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পৃথিবীর সেইসব মানুষদের প্রতি যারা সর্বদা পরোপকারে মত্ত থাকে।বিশেষ করে হোসেনপুর উপজেলার সাহেবের চর “হাজীবাড়ী প্রবাসী সঙ্গ” এর প্রতি রইলো প্রানভরে দোয়া। আমি পথের টানে খুঁজ খবর নিতে গিয়ে দেখি,একটি পরিবার সমস্যায় জর্জরিত, অনাহারে দিন কাটাচ্ছেন তারপর ফেজবুকে ভাঙ্গা কুঁড়েঘরের একটা ছবি পোস্ট করি।ও স্থানীয় চেয়ারম্যান কে জানাই অনাহারী পরিবারের বিষয়টা জানাই, যদিও ইতিমধ্যে সরকারের আশ্রয়ন প্রকল্পে আবেদনের পরিপ্রেক্ষিতে ঘরের ব্যবস্থা হয়েছে।পরে আমার মেসেঞ্জারে নক করে অসংখ্য মানবিক লোকেরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য সিদলা ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দীন (এম এ), সাংবাদিক মিজানুর রহমান মামুন,ঠিকাদার পলাশ মিয়া আরো অনেকে ব্যক্তিগত ভাবে পাশে দাড়াঁতে চায় তারা।অন্যদিকে হাজীবাড়ীর প্রবাসী সঙ্গের একাধিক সদস্য আমার সাথে বারবার যোগাযোগ করতে থাকে এবং একুশ হাজার(২১০০০) টাকা প্রদান করে যার দ্বারা পরিবারের পনের দিনের বাজার করে দেওয়া হয়,কাপড়লতা,চিকিৎসা ও কয়েকটা ছাগল কিনে দেবারও সিদ্ধান্ত গ্রহন করা হয়।সার্বিক কাজে সহযোগিতায় রয়েছেন সাহেবের চর হাজীবাড়ীর যুব সমাজ ও চরকাটিহারীর কাজী আলম, রাকিব।
হাজীবাড়ী প্রবাসী সঙ্গের সদস্যদের ফোন দিলে তারা নাম না প্রকাশ করার শর্তে কথা বলেন,জৈনেক সদস্য বলেন, আমরা সেল্পি তুলে নাম ডাক বাড়ার জন্য কাউকে সহযোগিতা করতে চাই না,আমরা চাই যারা দাতা এবং গ্রহীতা সবারই নাম গোপন থাকুক।দান যেন গ্রহীতার আত্মসম্মানবোধ নষ্টের কারন না হয়। নিতান্তই কোনো দরিদ্র মানুষ কিম্বা পরিবার স্থায়ীভাবে উপকৃত হতে যতটুকু লাগে আমরা করবো,আমরা তেলের মাথায় তেল নয়,মানবতা করবো জয়।