ঠাকুরগাঁও তিনটি গরু চুরি যাওয়ায় দুশ্চিন্তায়,পড়েছেন এলাকাবাসি।
সোমবার রাতে উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামের চৌধুরীপাড়ার সুবোধ চন্দ্র রায়,ও শুশিল বর্মন বাড়ির ভিতর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে।
কৃষক সুবোধ চন্দ্র জানান, ‘রাত ১টা পরে বৃষ্টির সময় এ চুরির ঘটনা ঘটে ।
রাতে আমার ঘরের দরজার বাহির থেকে লক করে দিয়ে, গোয়াল ঘরের তালা ভেঙে নিয়ে যায়, বৃষ্টি কমলে উঠে দেখি আমার দুইটি গরু নাই। পরে আমার ভাই শুশিল ডাকাডাকি করে বলে যে আমারো গরু নাই।
আমার আর এক ভাইয়ের গোয়ালঘরের টিনের বেড়া কেটেছে কিন্তু গুরু নিতে পারেনি। তিনটি গরুর আনুমানিক বাজার দর তিন লাখ টাকা।’
ইউপি সদস্য মজিবর রহমান জানান, ‘গরু চুরির বিষয়টি আমি শুনেছি।’ প্রসঙ্গত, গত বছরে ওই একই এলাকায় মন্দিরে মুর্তি চুরি হয়েছিল।