এ সময়ের জনপ্রিয় তরুণ সংগীত পরিচালক সোহান আহমেদের সংগীত পরিচালনায় রিলিজ হয়েছে আরও একটি গান।
ইব্রাহীম ইবুর কথা, সুর ও প্রযোজনায় এবং রাশিদুল জামিলের কন্ঠে সারা বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কে উৎসর্গ করে লেখা “সাকিব তুমি” শিরোনামের গানটি ৯ই আগষ্ট সকালে ইব্রাহীম ইবু ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে।
এসএআর মিউজিক ওয়ার্ল্ডের স্টুডিও তে রেকর্ডিং করা হয় এই গানটি।
এর আগেও এই তরুণ সংগীত পরিচালক বেশ কয়েকটি জনপ্রিয় গানের সংগীত পরিচালনা করেছেন।