বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে শরণখোলার দুই শতাধিক ফিশিং ট্রলার আশ্রয় নিয়েছে সুন্দরবনে।
আরও শতাধিক ট্রলার আবহাওয়ার সতর্ক সংকেত পেয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আশ্রয় নিয়েছে উপকূলীয় এলাকায়।
লঘুচাপের কারণে শরণখোলায় মধ্যরাত থেকেই বইছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ে কোন ফিশিং বোট সাগরে অবস্থান করতে পারছেনা। প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে দুবলার চরাঞ্চলের উপর দিয়ে।
তিনি আরও জানান, দুবলার চর, আলোরকোল খালসহ বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে তিন শতাধিক ট্রলার। বাকি হাজার হাজার ট্রলার উপকূলীয় পাথরঘাট, মহিপুর, কুয়াকাটা, শরনখোলাসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।