গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় রোববার রাতে স্ত্রীকে গলা টিপে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে। নিহত হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মধুপুর এলাকার মো: শুকুর আলীর মেয়ে মোসা: ফাতেমা (২২)। আটক নিহতের স্বামী সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ইসলামপুর এলাকার জামাত আলীর ছেলে মো: মাসুম মিয়া (১৯)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া থাকে মাসুম মিয়া।
গত ১২ জুলাই পারিবারিকভাবে মাসুম মিয়ার সঙ্গে মোসা: ফাতেমার বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই থাকতো ফাতেমা। সেখানে থেকে মাসুম মিয়া ও তার স্ত্রী ফাতেমা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। রোববার সকালে তারা দুজন একসাথে বাসা থেকে বের হয়ে কারখানায় কাজে যোগ দেয়। পরে দুপুরে একসাথেই তারা বাসায় ফিরে। বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মাসুম মিয়া তার স্ত্রী ফাতেমাকে গলা টিপে ধরে এবং ঘরের দেয়ালের সাথে মাথায় আঘাত করে। এতে তার স্ত্রী ফাতেমা অচেতন হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক পর্যায়ে স্বামীর পরিবারের লোকজন মরদেহ বাসায় নিয়ে যেতে চায়। এসময় নিহতের বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে মৃত্যুর ঘটনাটি হত্যা বলে নিহতের পরিবারের সন্দেহ হলে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ মধ্যরাতে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানান।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের স্বামী মাসুম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।