রাতের অন্ধকারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিক্ষোভ সমাবেশ করেছে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮টায় লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বাজারে হারাটী ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার আগে থেকেই হারাটী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর পরই বিএনপি কার্যালয়টি কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। পরে হারাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিমের নেতৃত্বে বিশাল এক মিছিল লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর রেলগেট পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে এসে মহেন্দ্রনগর বাজারের বটতলায় এসে সমাবেত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে হারাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইদুল খাঁন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, হারাটী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরনবী সরকার নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলার রহমান নাজমুল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খাঁন প্রমুখ।
সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।