গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রসাশনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম সাহাদত বার্ষকী ও শোক দিবসের প্রস্তুতি সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস- চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান জায়েদা নাসরিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, আব্দুর রশিদ পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
ওই সভায় থানা প্রশাসনের কোন কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন না।
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মিলাত, দোয়া ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।