“মা” শব্দটি অত্যন্ত দরদের যা অনুভূতির গভীরে স্বশ্রদ্ধ যত্নে থাকে প্রতিটি সন্তানের। মা’ শব্দটি এক অক্ষরের হলেও পবিত্র ও মধুর নাম এটি। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের আঁচল। যিনি নিঃস্বার্থে পরম স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে আমৃত্যু আগলে রাখেন, তিনিই মা। আর এই মায়ের বিয়োগ সন্তানের জীবনে সর্বস্ব লুট হয়ে যাওয়া, একটি সন্তানের যেন সকল সুখের বলিদান।
মা হারানো কষ্ট থেকেই সৃষ্টি হল “মা” শিরোনামে গান।
গানটির গীতিকার কবি রাসেল আসাদ, সুর ও শিল্পী শাহীন।
জানা যায়, আগামী শুক্রবার (৫ আগষ্ট) Shaheen SB ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটিতে কাজ করতে গিয়ে কান্নাভেজা এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে।
“মা” গানে মিউজিক ডিরেক্টর তমাল হাসান, অত্যন্ত দরদ দিয়ে যিনি প্রতিটি গানে কাজ করে থাকেন।
মিশন নাইনটি অনুসন্ধানে জানতে পারে, মা গানটি রচনা করার কিছুদিন পূর্বে গীতিকার কবি রাসেল আসাদের গর্ভধারণী মা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশের বাসিন্দা হয়ে যান। সেই মা হারানো কষ্ট থেকে এই গানটি রচনা করেন, গানটি লিখতে গিয়ে অনেক কেঁদেছেন গীতিকার, গানে সুর ও কন্ঠ, মিউজিক, ভিডিও ধারণসহ এই মা গানে কাজ করতে গিয়ে কলাকৌশলীরা সবাই কেঁদেছেন।
সংশ্লিষ্ট সকলের অভিমত দর্শকশ্রোতার মন জয় করার মত একটি অসাধারণ গান এটি মিউজিক ভিডিওসহ অনবদ্য সৃষ্টি। এই মিউজিকাল ফিল্মে মা চরিত্রে অভিনয় করেছেন, এসময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও ছেলের চরিত্রে রয়েছেন, আবরাম ফারাবি। সেই সাথে ছেলের চরিত্রটিকে আরও আর্কষণীয় ভাবে ফুঁটিয়ে তুলেছে শিশু শিল্পী মেহেরান রহমান। ভিডিওটির সিনেমাটোগ্রাফীতে রয়েছেন এসময়ের আলোড়ন সৃষ্টিকারী, তরুনদের আইকন, মিশন ৯০ এর চেয়ারম্যান সোহান আহমেদ, ভিডিও এডিট ও কালার গ্রেডিংসসহ কারিগরী সহযোগীতায় রয়েছে এসএআর টেক, এবং ভিডিওটি নির্মিত হচ্ছে এসময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা ও তুখোড় অভিনেতা সাজু মেহেদী‘র পরিচালনায়।

গীতিকার রাসেল আসাদ বলেন, ‘মা কেবল মাই, পৃথিবীতে যার তুলনা তিনি নিজেই। ১০ মাস ১০ দিন জঠরে রেখেছেন, কত কষ্ট সইয়েছেন, মা হাসি মুখে বরণ করেছেন, ভূমিষ্ট হবার পরে আরো কত যন্ত্রণা যে সহ্য করেছেন ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘সন্তানের সুখের জন্য পৃথিবীতে যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারেন তিনিই মা। আমার লেখা গানটি পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই গানটি মায়ের অনুগত্যের প্রতি নিবিড় ভাবে ইশারা করে। সবার হৃদয় ছুঁয়ে বলে আমি আশা রাখি।’

মুঠোফোনে সুরকার ও শিল্পী শাহিন মিশন ৯০ কে জানান, বাস্তবতার নিরিখে গীতিকার রাসেল আসাদ মা গানটি অত্যন্ত স্পর্শকাতর আবেগ দিয়ে লিখেছেন যাতে কাজ করতে গিয়ে প্রত্যেকেই আমরা কেঁদেছি।
সর্বস্তরের দর্শকশ্রোতাদের দেখার আমন্ত্রণ রইল।
পরিচালক সাজু মেহেদী বলেন, সবদিক মিলিয়ে শৈল্পিক একটা সৃষ্টি মা শিরোনামে গানটি। গানটিতে কাজ করতে গিয়ে বারবার থমকে গেছি কষ্টের অনুভূতির নাগাল পেয়ে। এ গানে হৃদয় উজাড় করে কাজ করতে চেষ্টা করেছি। আশা করি সকলের ভালো লাগবে। দেশ ও দেশের বাহিরে সর্বস্তরের প্রিয় দর্শক শ্রোতাদের “মা” গানটি দেখার অনুরোধ রইল।