ব্যাটারী চালিত অটোরিকশা ও থ্রি হুইলার মহা সড়কে বন্ধে দিন ব্যাপি পুলিশের অভিযানে আটককৃত অটোরিকশা থ্রি হুইলার ফিরে পেতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা।
সোমবার দিন ব্যাপি পুলিশের অভিযান শেষে প্রায় ২ শতাধিক অটোরিকশা থ্রি হুইলার আটক করে উপজেলা চন্দ্রা পল্লী বিদুৎ জোরা পাম্প ফুটবল খেলার মাঠ এলাকায় রাখে পুলিশ। এদিকে অটোরিকশা আটক করার পরে চালকরা ক্ষিপ্ত হয়ে বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে চান্দ্রাস্থ সিরামিক কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পরে সন্ধা ৬ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘন্টা তিব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে অটোরিকশা চালকদের মধ্যে ১০ জন কে প্রতিনিধি হিসেবে কালিয়াকৈর থানায় গিয়ে কথা বলে সমাধান করবে এই মর্মে অবরোধ প্রত্যাহার করে অটোরিকশা চালকরা। এ সময় এই প্রায় দের শতাধিক অটোরিকশা চালক এতে অংশ নেয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এস আই আজিম হোসেন জানান, অটোরিকসা চালকদের থানায় নিয়ে ইনচার্জ এর সাথে কথা বলে এর সমাধান করার কথা বলেন। তিনি আরো জানান, অটোরিকশা চালকদের প্রতিনিধি হিসেবে ১০ জন চালকে থানায় যেতে বলেন এবং মহা সড়কের সার্ভিস লাইন ব্যবহার করতে বলেন।