গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় শ্রমিকবহনকারী বাসের দুই যাত্রী নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহতের ঘটনা ঘটেছে। রোববার (২৪ জুলাই) সকাল আনুমাণিক সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের ঘটনা পুলিশ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেলক্রস করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জাজিরাগামী বলাকা কমউিটার এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দেয়। এসময় কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয় এবং চার নিহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। নিহতের ঘটনা এ মূহুর্তে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনা স্থলে যাচ্ছে।