“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ।
শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কাযার্লয়ে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ এসময় ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের নিকট তুলে ধরেন। কর্মসূচীর মধ্যে নদীতে পোনা অবমুক্তকরন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরন, মৎস্য খাদ্য বিতরণ ও মৎস্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিডিওচিত্র প্রদর্শন উল্লেখযোগ্য।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, আলহাজ হোসেন, কামাল হোসেন বিপ্লব, সাগর আহমেদ, খোরশেদ আলম ও ফজলুল হকসহ আরো অনেকে।