চলতি ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’। সিনেমাটিতে মূখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ইরানের একজন পরিচালকের সাথে যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। আর মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি।
বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হলগুলোতে হাউসফুল যাচ্ছে দিন-দ্যা ডে এর শো সমূহ। এমনকি সিনেমাটি নিয়ে ভক্তদের পাগলামোও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে৷ এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন টাঙ্গাইলের এক যুবক।
সেলিম নামে টাঙ্গাইলের ওই যুবক জানান, তিনি অনন্ত জলিলের অভিনয় অত্যন্ত পছন্দ করেন। এমনকি অনন্ত জলিলের অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে তিনি বোনের গহনা বিক্রি করে ৩০ বার দিন দ্যা ডে সিনেমাটি দেখেছেন। শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়েও লিখেছেন অনন্তর নাম।
প্রসঙ্গত, একজন আন্তর্জাতিক পুলিশ সংস্থার অফিসারের বিভিন্ন অভিযান নিয়ে তৈরি হয়েছে দিন দ্যা ডে সিনেমাটি। এর অধিকাংশ শ্যুটিং অনুষ্ঠিত হয়েছে ইরানে। সিনেমাটিতে অনন্তর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বর্ষা।