মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
অভিনেতাকে শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। ফেসবুক হ্যান্ডেলে খবরটি জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
শুক্রবার সকালে ফেসবুকে তিনি লেখেন, খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হলো… আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই (মিরাক্কেল) হৃদরোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন।
সবাই দোয়া করবেন।
এরপর শারীরিক উন্নতির কথা জানিয়ে হালনাগাদ খবর দেন। বলেন, ‘সবার কল রিসিভ করতে পারছি না, এ জন্য দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তা নিশ্চিত করেছেন। চিকিৎসা চলমান রয়েছে। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। ’
ফেসবুকে জামিলের একটি ভিডিও প্রকাশ করেছেন ঊর্মিলা। সেখানে দেখা যায়, জামিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি সবার উদ্দেশে বলেন, ‘আমি ভালো আছি, সবাই দোয়া করবেন। ’