পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর মোহনপুরে কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেশরহাট বাজারের এক অভিজাত রেস্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
রিপোর্টারগণদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সানশাইন পত্রিকার প্রতিবেদক সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক সোনার দেশের প্রতিবেদক মোস্তফা কামাল, দৈনিক আমাদের রাজশাহীর আর কে রতন, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিবেদক আনসার আলী স্বাধীন, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকা ও পদ্মাটাইমস ২৪ ডটকমের প্রতিবেদক রায়হানুল হক রিফাত, দৈনিক উপচারের প্রতিবেদক আরিফ হোসেন রাসেল, দৈনিক মানবকন্ঠের প্রতিবেদক শাহিনুর রহমান, দৈনিক আলোকিত সকালের প্রতিবেদক সুমন শান্ত।
এ সময় তারা মোহনপুরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে শুক্রবার (১৫ জুলাই) নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত গ্রীন ভ্যালী পার্কে ভ্রমণ করার স্বীদ্ধান্ত গ্রহণ করেন।