চলতি সময়ের তরুণ দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। খুব অল্প সময়ে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। তার শোবিজের শুরুটা মডেলিং দিয়ে। এরপর নাম লেখান অভিনয়ে। বর্তমানে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাহি।
এরই মধ্যে মাহি উপহার দিয়েছেন বেশকিছু দর্শকপ্রিয় নাটক। কয়েক বছরের আপ্রাণ চেষ্টায় নিজের গতিপথ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ঠিকভাবে চিনতে শুরু করেছেন নিজেকে। তার বর্তমান ব্যস্ততা নাটক ঘিরেই।
এবারের ঈদে নিজের ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে অভিনয় করেছেন মাহি। এসব নাটকের একেকটায় একেক চরিত্রে দেখা যাবে তাকে। এর জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন বলেও জানান অভিনেত্রী।
মাহি অভিনীত নাটকগুলো হলো—মাইদুল রাকিব পরিচালিত ‘সি ইজ কিং’ ও ‘গ্যাং স্টারের বিয়ে’, মাবরুর রশিদ বান্নার ‘মানুষ টোকাই’ ও ‘সাইড কারেক্টার’, রাফাত মজুমদার রিংকুর ‘লগ ইন লগ আউট’, ইমরাউল রাফাতের ‘আমি বিয়ে করতে চাই’, মাহমুদ দিদারের ‘বউ’, সৈকত সালাউদ্দিন জাকীর ‘ক্লান্তি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘চিরকুমার সংঘ’ এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘আতঙ্ক’। এর বাইরে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও দেখা যাবে তাকে।
সর্বাধিক কাজ প্রসঙ্গে মাহি নিউজজিকে বলেন, ‘প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। নিজেও সর্বোচ্চ দিয়ে কাজটি করেছি। গত ঈদের পর কাজে লম্বা একটা বিরতি নিয়েছিলাম। শেষ এক মাসে এই কাজগুলো করি। এবার সবগুলো কাজ মর্ডান চরিত্রের। এখন দর্শক ভালো বলতে পারবেন কতটুকু ভালো পেরেছি। যেখানে যে চরিত্রই করেছি চেষ্টা করেছি নিজেকে ফুটিয়ে তুলতে। আশা করি, দর্শক উপভোগ করবেন।’
স্বল্প দিনের ক্যারিয়ারে মাহি বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। কোনো গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে গল্প ও চরিত্র প্রধান। এ দুটি পছন্দ হলেই কাজ করি। নিজেকে সব ধরনের গল্পে মেলে ধরতে চাই। আমার বাড়তি চাওয়া নেই। তবে আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ।
এ দিকে, করোনায় আক্তান্ত হয়েছেন মাহি। মঙ্গলবার (৫ জুন) টেস্ট করলে দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ আসে তার। মাহি জানান, কয়েকদিন জ্বর ও ঠান্ডায় ভুগলেও পাত্তা দেননি। অবশেষে টেস্ট করেই ফেলেন। এরপরই ফলাফল পজিটিভ আসে। যদিও মাহি এর আগে টানা ঈদের নাটকের কাজ শেষ করেছেন।
খুব অল্প সময়ে ছোট পর্দায় সাবলীল অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে মাহি। তিনি তৈরি করে নিয়েছেন এক শ্রেণির দর্শকও। চলচ্চিত্র নিয়ে কী ভাবছেন মাহি? জানতে চাইলে অভিনেত্রী বলেন, সবারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। আমিও তার ব্যতিক্রম নই। তবে বড় পর্দা নিয়ে এখনই পরিকল্পনা নেই। ভবিষ্যতে গল্প ও চরিত্রসহ সবকিছু ব্যাটে বলে মিলে গেলে দেখা যাবে।
গত ঈদুল ফিতরে মাহি অভিনীত পারিবারিক হৃদয়স্পর্শী গল্পে নির্মিত ‘প্রয়োজন’ নাটকটি প্রশংসিত হয়। নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা কুড়ায় আন্তর্জালে। প্রশংসিত হয়েছে মাহি-ফারহানের সাবলীল অভিনয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে মাহি বলেন, এখন আমার সম্পূর্ণ মনোযোগ অভিনয়ের দিকেই। নিজেকে একটু একটু করে গড়ে তুলছি। অভিনয়ের অনেক কিছু শিখছি। যখন বিষয়গুলো বুঝতে পারছি তখন একটা ভালো লাগা কাজ করে, কাজ করতেও এনজয় করি।
উল্লেখ্য, ২০১৬ সালে র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সামিরা খান মাহি। অল্প সময়ে টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।