রাজশাহী জেলা ইউনিয়ন পর্যায়ে গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড়। টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান তারা। সকাল ৯ টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী।
রাজশাহী নগরের অধিকাংশ কেন্দ্রগুলোতে টিকার পরিমানের চেয়ে মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। মানুষের সংখ্যা বেশী হওয়ায় টিকা না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছে।
রাসিকের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়াডে ৮৪ টি কেন্দ্রে এক যোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০০ জন করে টিকা দেওয়া হবে। আগামী ১২ তারিখ পর্যন্ত এ গণটিকা কার্যক্রম চলবে।
রাজশাহী সিভিল সার্জন ডাঃ কাউয়ুম তালুকদার বলেন, রাজশাহী জেলার ৭৩ টি ইউনিয়নেই গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ দেওয়া হয়েছে। প্রতিটি বুথে ৬০০ জন করে টিকা পাবেন
Subscribe
Login
0 Comments
Oldest