চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন। তিনি বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্ত কর্মকর্তা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাসায় ১৮ ঘন্টা ছিলেন পরীমনি। গত ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি থেকে দুজনে বাসার সামনে নামেন। এসময় সাকলায়েন লাল রংয়ের টি-শার্ট পরেছিলেন। পরীমনি ছিলেন, সাদা রংয়ের পোশাকে। এরপর, রাত দেড়টার দিকে বেরিয়ে যাওয়ার সময় পরীমণির পরনে ছিল কালো রংয়ের পোশাক।
পরীমনির গাড়িচালক নাজির জানিয়েছেন, এর আগেও ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন পরীমনি। তবে, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।